হাওড়ায় শ্রমনিবিড় শিল্প পরিকাঠামো ও কর্মসংস্থান বিষয়ে একগুচ্ছ ঘোষণা ও উদ্বোধন অনুষ্ঠান

 নিজস্ব প্রতিনিধি : কাল হাওড়ায় নবান্ন সভাঘরে হাওড়ায় শ্রমনিবিড় শিল্প পরিকাঠামো ও কর্মসংস্থান বিষয়ে একগুচ্ছ ঘোষণা ও উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প, বাণিজ্য ও অর্থমন্ত্রী অমিত মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য যেভাবে এগিয়ে চলেছে তার কিছু পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

    সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে দেখা গেছে বাংলার জিডিপি বৃদ্ধির হার ১২.৫৮ শতাংশ যা দেশের মধ্যে সেরা। সারা দেশে মাত্র চারটি রাজ্য আছে যাদের বৃদ্ধির হার ১০ শতাংশ টপকাতে পেরেছে।

    মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ফলে যেসব উল্লেখযোগ্য সাফল্য রাজ্য সরকার অর্জন করেছে, সেগুলি হল, গত আট বছরে রাজ্য সরকারে মূলধনী ব্যয় বাড়িয়েছে ১১ গুণ, পরিকল্পিত ব্যয় বাড়িয়েছে সাত গুণ এবং জিডিপি বাড়ার ফলেই কর আদায় বেড়েছে তিন গুণ।

    হাওড়ার বিশেষত্ব ক্ষুদ্র শিল্প। ভারতে ৭০ শতাংশ কর্মসংস্থান হয় ক্ষুদ্র শিল্পে, নির্মাণ শিল্পে ক্ষুদ্রশিল্পের অবদান প্রায় ৪৫ শতাংশ এবং রপ্তানিতে ক্ষুদ্র শিল্পের অবদান ৪০ শতাংশ।

    ক্ষুদ্র শিল্পকে ফলপ্রসূ করার জন্য রাজ্য সরকার যে ব্যাঙ্ক ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলেই ক্ষুদ্র শিল্পে এই সাফল্য পেয়েছে রাজ্য।