সরকারি টেলিকম বিএসএনএলের ১ লক্ষ ৭৬ হাজার কর্মচারীর বেতন বাকি ফেব্রুয়ারি মাসের

মিজানুল কবির, নতুন গতি :  ১ লক্ষ ৭৬ হাজার কর্মচারীর বেতন মেটাতে পারলো না ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা বিএসএনএল। ফেব্রুয়ারি মাসের বেতন এখন অবধি না পাওয়ায় দিশেহারা কর্মচারীরা।  কোম্পানির ইতিহাসে প্রথম বার যে বকেয়া বেতন মেটানোর জন্য পরিমাণমত   ফান্ড নেই বিএসএনেলের কাছে। উঠে আসা তথ্যের উপর ভিত্তি করে জানা গেছে  প্রতি মাসে ১২০০ কোটি টাকা  বেতন মেটাতে হয় কোম্পানিকে। কোম্পানির উপার্জনের প্রায় ৫৫ শতাংশ টাকা ব্যয় হয় বেতন মেটাতে।

    কোম্পানি সুত্রে জানা গেছে ২০১৬-১৭ বছরে কোম্পানিকে ৪৭৯৩ কোটি টাকা  ক্ষতি বহন করতে হয়েছে। ২০১৮ সালে ক্ষতির পরিমাণ  দাঁড়িয়েছে ৮০০০ কোটিতে। বিএসএনএল কর্মচারীরা বিষয়টির উপর  কেন্দ্র সরকারের তরফে হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যেই শ্রী মনোজ সিনহার কাছে চিঠি পাঠিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০১৬ সালে রিলায়েন্স গোষ্ঠীর জিও পরিষেবা ভারতে আসার পর বাকি টেলিকম সংস্থাগুলি প্রায় হিমসিমিয়ে গেছে পরিষেবা সহ একাধিক  পরিস্থিতির সামাল দিতে।