|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর, বীরভূম: রাজনগর থানার গোবড়ায় অবস্থিত রাজনগর গভঃ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১২ মার্চ মঙ্গলবার৷ উপস্থিত ছিলেন শিক্ষকদের পাশাপাশি বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মানুষজনেরা৷ একাধিক ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে৷ কৃতীদের এদিন পুরস্কৃত করা হয়৷ টিফিন, জলযোগ ও মধ্যাহ্ন কালীন আহারের সুব্যবস্থা ছিল। এদিন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনগর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক রায়৷ সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক স্বপন চক্রবর্তী৷ টিআইসি কামাক্ষা প্রসাদ দাস, অন্যান্য শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ ,অভিভাবক অভিভাবিকারাও উপস্থিত ছিলেন৷ এছাড়া শিক্ষক সুনীল ঘোষ, সুকুমার বাবু সহ সহযোগীদের ভূমিকা ছিল যথেষ্ট৷ শিক্ষাকর্মীদের মধ্যে বনমালী গরাঁই, রাজ কুমার ভান্ডারীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো৷ ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট৷ সফল তথা কৃতী বিশেষ স্থানাধিকারীদের এদিন পুরস্কৃত করা হয়৷ হাজির ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনেরা৷