|
---|
আজিজুর রহমান, গলসি : গলসিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ির ভিতরেই আগুনে পুড়ে মৃত গাড়ির খালাসী। মৃতের নাম, শেখ সুলতান (সাগর)। তার বাড়ি বীরভূম জেলার সদাইপুর থানার, নারায়ণপুর গ্রামে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, পথ দুর্ঘটনার জেরে দুটি গাড়ি রাস্তার উপরে দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনে ঝলসে মারা যায় দুর্ঘটনাগ্রস্থ কয়লা বোঝাই গাড়ির খালাসী। স্থানীয়রা বলেন, ধান বোঝাই গাড়িটি দুর্গাপুরের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। গাড়িটি ১৯ নম্বর জাতীয় সড়কের চৌমাথার কাছাকাছি এলে ধান বোঝাই গাড়ির চালক আচমকা ব্রেক কষে। এরপরই পিছনে থাকা কয়লা বোঝাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধান গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমরে মুচরে যায় কয়লা বোঝায় গাড়ির সামনের অংশ। এরপরই দুটি গাড়িতে আগুন লেগে যায়। কয়লা গাড়ির চালক কোনক্রমে গাড়ি থেকে বের হলেও গাড়ির ভিতরে আটকে যায় তার খালাসী সুলতান। ফলে আগুনে পুরোপুরি ঝলসে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাছাড়াও ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের জেরে অবরুদ্ধ হয়ে যায় ১৯ নম্বর জাতীয় সড়ক। অবশেষে সড়ক থেকে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।