|
---|
নূর আহামেদ,মেমারি : ২৮ ডিসেম্বর,বুধবার হাওড়া বর্ধমান মেন লাইন শাখার দেবীপুর স্টেশনের নতুন প্লাটফর্মের পাশের রেললাইনে বেলা এগারোটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়, আগুন লাগার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রেললাইনের পাশে শুকনো ঝোপঝাড়ে, রেল লাইনের এক পাশে জ্বলছে জ্বলন্ত আগুন আর সেই রেল লাইনেই চলাচল করছে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন, যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা, তাই রেলের পক্ষ থেকে খবর দেয়া হয় মেমারি অগ্নি নির্বাপন কেন্দ্রে, অবশেষে মেমারি অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা এসে জল দিয়ে আগুন নেভার কাজে হাত লাগায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে, এই ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও যেভাবে আগুন জ্বলছিল তাতে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা,
এই ঘটনায় রেল চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ধূমপানের আগুন থেকেই এই আগুন লেগে গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেবীপুর স্টেশন চত্বরে
ফটো – দেবীপুর প্ল্যাটফর্মের রেল লাইনের পাশে আগুন
নূর আহামেদ, মেমার