|
---|
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াস দাপটে ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ধাক্কায় প্লাবিত হলদিয়া শিল্পাঞ্চল। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া মাইনোরিটি এসোসিয়েশন। সংগঠনের হলদিয়া শাখার পক্ষ থেকে ঝিকুরখালি,শালুকখালি,পাতিখালি সহ একাধিক এলাকায় বন্যা দূর্গত মানুষদের দুপুরের খাওয়ার ও পানীয় জল তুলে দিল আইমা ডিজাস্টার টিম। হলদিয়া সাবডিভিশনাল আইমা অফিস থেকে বৃহস্পতিবার রান্না করা খাবার ও পানীয় জল তুলে দেওয়া হয়।