বীরভূম ও ঝাড়খন্ড এলাকায় নিন্মচাপের ফলে জলমগ্ন হয়ে পড়েছে

আজিম শেখ,নতুন গতি,বীরভূম : গতরাতে নিন্মচাপের প্রকপে প্রবল বৃষ্টি পাত হয়, এর ফলে বীরভূমের মল্লারপুর থেকে ভায়া সালবাদরা সুলুঙ্গা হয়ে সীমান্ত এলাকা ঝাড়খন্ড এর বেনাগড়িয়া হয়ে দুমকা যাওয়ার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে ।

    এর ফলে মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা দেখাদিয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত জলমগ্ন, এছাড়া এলাকার একমাত্র শিল্প বলতে পাথর খাদান, এই পাথর খাদান গুলো জলে পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে পাথর শ্রমিক দের কাজ হারানো উদ্বেগ দেখা যাচ্ছে ।
    এই এলাকায় ভেঙে পড়েছে বেশ কিছু ঘর বাড়ি এখনো পর্যন্ত দেখা মেলেনি কোন সরকারি বা রাজনৈতিক দলের বলে দাবি এলাকা বাসীর।