স্কুল বিল্ডিং বেহাল দশায়, প্রশাসনের ভ্রুক্ষেপ নেই

রাইহানুল হক, মুর্শিদাবাদ : অত্যন্ত বেহাল দশায় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম পশ্চিম চক্রের ‘৩৬ নম্বর শীলগ্রাম গোপালনগর প্রাথমিক বিদ্যালয়’ । ১১৮ জন ছাত্রছাত্রীর এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। মাত্র চারটি শ্রেণীকক্ষের দুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্ষার সময় ছাদ রসে ভিতরে জল পড়ছে। তাছাড়া ছাদ ও দেওয়াল পরস্পর থেকে দূরে সরে গেছে । যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন। বাধ্য হয়ে বর্ষার সময় সকলকে একত্রিত করে একটি শ্রেণীকক্ষে বসানো হচ্ছে । এর ফলে ছাত্রছাত্রীদের চরম অসুবিধায় সম্মুখীন হতে হচ্ছে । তাছাড়া শিক্ষক শিক্ষিকাদেরও বসার নির্দিষ্ট জায়গা নেই, নেই প্রধানশিক্ষকের কক্ষ । কয়েকবার প্রশাসনের নজরে এনেও কোনো সুরাহা হয়নি।

    গ্রামবাসী ও অভিভাবকরাও চরম ক্ষুব্ধ ও আতঙ্কিত। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যালয়ে এসে কয়েকবার হুমকিও দিয়ে গেছেন। ফলে শিক্ষকরা পড়েছেন উভয় সঙ্কটে। বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক বলেন , “বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষ, বিদ্যালয় পরিদর্শক ও বিডিও সাহেবদের জানিয়েও কোনো সুরাহা মিলেনি। প্রধানশিক্ষক মহাশয় চার-পাঁচবার আবেদন করা সত্বেও আশ্বাস ছাড়া অবস্থার কোনো পরিবর্তন হয়নি। স্কুল পরিদর্শককে জানানো হলে উনি বলেন, ‘ছাত্রছাত্রীদের স্কুলের বাইরে বসান’। কোথায় বসাবো জিজ্ঞেস করলে উনি দায় এড়িয়ে গেছেন। নবগ্রামের বিডিওকে জানানো হলে ‘দেখছি’ বলে শুধুই আশ্বাস দিয়েছেন মাত্র।”