|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : ইছামতী ব্রীজের কাজ বহুদিন ধরে অসমাপ্ত। লক্ষ্মীনাথপুর থেকে পূঁড়া যাওয়ার মাধ্যম নদীপথ। মানুষকে নৌকায় যাতায়াত করতে হয়। মানুষের যাতায়াতের সুবিধার্থে নির্মিত ইছামতির উপর প্রায় সমাপ্ত ব্রিজ অসমাপ্ত হয়ে পড়ে আছে দীর্ঘ তিন থেকে চার বছর। এলাকার মানুষ বারবার দাবি জানানো সত্ত্বেও কাজ সমাপ্ত হয়নি। তাই ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী এবং বাদুড়িয়াতে কারিগরি শিক্ষা কলেজের দাবীতে ,বাদুড়িয়া জাতীয় কংগ্রেসের উদ্যোগে গত ৭ই সেপ্টেম্বর, ২০২৩ থেকে পূঁড়া বাজারে চলছে গনস্বাক্ষর সংগ্রহ অভিযান ৷ এদিনের সভায় উপস্হিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শ্রী অমিত মজুমদার ,কার্যকরী সভাপতি সালাউদ্দিন ঘরামী, টাউন কংগ্রেস সভাপতি শ্রী অসীম ব্যানার্জী সহ ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।