বহরমপুর স্টেডিয়াম মাঠে ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশ কে লাঠিচার্জ করতে হলো

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার বেকার যুবকদের ১২০০ কর্মসংস্থানের ব্যবস্থা করলেন (এল এন্ড টি) আন্তর্জাতিক সংস্থা এখানে যোগ্যতাভিত্তিক কাজ দেওয়া হবে। ৪ঠা ডিসেম্বর শনিবার দিন এ খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার সমস্ত বেকার যুবকরা এসে ভিড় জমিয়েছেন বহরমপুর স্টেডিয়াম মাঠে আর সেই ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হলো।উল্লেখ্য বেশ কিছু দিন আগে সোশ্যাল মিডিয়াই একটি বিশেষ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছিল যে বিশিষ্ট সমাজসেবী তথা মাননীয় মন্ত্রী কারিগর পশ্চিমবঙ্গ সরকার ডাঃ হুমায়ুন কবির (প্রাক্তন আইপিএস) ‘এল এন্ড টি’ আন্তর্জাতিক সংস্থা কোম্পানির সঙ্গে কথা বলে, ১২০০ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখানে যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস অষ্টম থেকে উচ্চমাধ্যমিক পাস। বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে এবং ইন্টারভিউ হওয়ার কথাও বলেন পাশাপাশি বেতনক্রম ১০ থেকে ১৫ হাজার টাকা দেওয়ার কথা তিনি জানান। আর এই জন্যই প্রত্যেক যুবককে তার বায়োডাটা ভোটার কার্ড আধার কার্ড শিক্ষাগত শংসাপত্র ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস জেরক্স কপি এবং ছবি নিয়ে বেলা দশটার সময় বহরমপুর স্টেডিয়াম মাঠে হাজির হন প্রায় ৩০ হাজারেরও বেশি যুবক।