|
---|
আলিফ ইসলাম : ২২এপ্রিল,বুধবার, লকডাউনে বিধিমেনে পূর্ব ববর্ধমানের মেমারি তাতারপুর ডাঙ্গালপাড়ায় মধ্যাহ্ন ভোজের ব্যাবস্থা করে চলেছে তিনদিন ধরে। এই তিনদিনে মোট ২০০০ হাজার মানুষকে খিচুড়ি খাইয়েছেন। জহিরউদ্দিন, আব্দুল হান্নান, কওসার আলি, রজব আলি, আব্দুল হাকিম, জাকির হোসেন প্রমুখ প্রায় ২৫ ও ৩০ জন যুবক মিলে এই সহযোগিতায় মধ্যহ্ন ভোজের আয়োজন করেন। এটা বেশ কিছু দিন ধরে চলবে। সামনে রোজার মাস। প্রথম রোজা থেকে সন্ধ্যা বেলায় ইফতারের ব্যবস্থা করবেন এবং রাত্রিতে খাবারের ব্যবস্থা থাকবে বলে জানান।