বাড়তি দায়িত্ব থাকা সত্বেও একইভাবে মানুষের পাশে থাকতে চান শ্রাবনী দত্ত

শিলিগুড়ি: মানুষের পাশেই থাকতে চান,গত সাত বছর থেকেই একইভাবে কাজ করে যাচ্ছেন শিলিগুড়ির 14নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার এবং বর্তমানে শিলিগুড়ির বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার শ্রাবনী দত্ত।প্রতিদিনই অফুরন্ত পরিশ্রম করে চলেছেন বর্তমানে শ্রাবনী দত্ত।বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার হবার পরে কাজ বেড়েছে অনেকটাই সাথে বেড়ে গেছে অনেক অনেক দায়িত্ব।তাই সকাল থেকেই ওয়ার্ডের অসহায় মানুষগুলোর পাশে কিভাবে দায়িত্ব নিয়ে দাড়ানো যায় সেটা নিয়েই চিন্তা করে যান তিনি।সামনে ভোট,তাবলে নিজের কাজ এবং দায়িত্ব কিছুই বন্ধ করেন নি তিনি,জানালেন কে দাড়াবে বা কে সেই আকাঙ্ক্ষিত টিকিট পাবে সেটা নিয়ে ভাববার এবং আলোচনা করবার সময় আমার নেই।

    আমি আমার মত কাজ করে যাবো বাকিটা দল বুঝে নেবে।তবে আমার বিশ্বাস আমি টিকিট পাবই।সেই দুহাজার পনেরো থেকে মানুষের জন্য কাজে নেমেছেন শ্রাবনী দত্ত এটা 2021ঠিক একইভাবে কাজ করে চলেছেন তিনি।এখন আর কর্পরেশনের কাছ থেকে সান্মানিক পাই না,কিন্তুু এটা তো মানুষ বুঝতে পারে না,আর বুঝতে পারার তো কোন কারন নেই।আপাতত ঘর থেকেই টাকা দিতে হচ্ছে কি করবো?না দিয়ে উপায় নেই আমার যে।ওয়ার্ডের মানুষের যে আমার প্রতি প্রত্যাশা অনেকটাই বেশী,তাই করে যাচ্ছি।সবই ওয়ার্ডের মানুষের জন্য করছি।এখন যদি মানুষ আমাকে আর্শীবাদ করে তবে আমার কোন চিন্তা নেই।বর্তমানে করোনাতে মৃত্যু লোকেদের পরিবার এখন পঞ্চাশ হাজার টাকা করে পাবেন,সেটা যাতে তারা পান সেজন্য ঝাপিয়ে পড়েছেন শ্রাবনী দত্ত।জানালেন অনেক প্রতিকুলতা অনেক বাধা বিপদ আসছে তবুও সবকিছু সামলে এগিয়ে যাচ্ছি,আমার বিশ্বাস আমি আরো 5বছর মানুষের সেবা করতে পারবো।এবং সেটা হবে এইসব মানুষগুলোর আর্শীবাদেই জানালেন 14নং ওয়ার্ডের মা শ্রাবনী দত্ত।