|
---|
শিলিগুড়ি: পতাকা লাগানো নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়লেন দুই রাজনৈতিক দলের দুজন প্রার্থী।রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন সরকারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপী প্রার্থী রাজু সাহা।তৃনমুলের অভিযোগ বিজেপীর সমর্থকেরা তৃণমূলের পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগাচ্ছিলেন।অন্যদিকে বিজেপী এই অভিযোগ মিথ্যা বলে দাবী করেছে।
গতকাল দুপুরে রঞ্জন সরকার পনেরো নং ওয়ার্ডের মানুষের মাংশভাত খাওয়াচ্ছিলেন,সেই সময় বিজেপীর কয়েকজন সমর্থক তৃণমূলের পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগাতে যান বলে অভিযোগ,সেই সময় তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা ওই জায়গায় চলে আসেন,এর পরে লেগে যায় দুপক্ষের মধ্যে ঝামেলা পরে যা হাতাহাতিতে পৌছে যায়।এর পরে ওই স্থানে চলে আসেন রঞ্জন সরকার এবং রাজু সাহা,তারা গিয়ে অবস্থা সামলে দেন।পরে রঞ্জন সরকার জানান বিজেপী ইচ্ছা করে ঝামেলার সৃষ্টি করছে,এমনিতেই যেটা মিটে যেতো বিজেপী সে জায়গাতে ইচ্ছা করে অশান্তির সৃষ্টির করতে চাইছে,এর উত্তরে বিজেপী প্রার্থী রাজু সাহা জানান এই অভিযোগ মিথ্যা,কেন একই শহরের লোক হয়ে এই কাজ করবো।তৃনমুল নিজেদের হার নিশ্চিত ভেবেই এই কাজ করতে চাইছে।আমরা সৎভাবে রাজনীতি করেই এই ওয়ার্ডে জিতবো।
এদিকে দুদলের এই ঝামেলা নিয়ে সিপিএম প্রার্থী হাবুল ঘোষ জানালেন দুপক্ষই দায়ী এই ঘটনার জন্য,15নং ওয়ার্ডের মানুষ সব দেখল এবার ভোটের বাষ্কে সব জবাব দেবে মানুষ।
এদিকে এই ঝামেলা নিয়ে তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষের জবাব আমরা হিংসার রাজনীতি করি না,এবারে তৃণমূল শিলিগুড়িতে এমনিতেই জীতবে তাই বিজেপী ঝামেলার সৃষ্টি করে অহেতুক অশান্তি করতে চাইছে।