|
---|
দেবজিৎ মুখার্জি, ঝাড়গ্রাম: SSC নিয়োগে দুর্নীতি নিয়ে যখন শাসকদলের তীব্র নিন্দা করছে রাজ্যের বিরোধী দলগুলি, ঠিক সেই সময় ঝাড়গ্রামে দলীয় সভায় সিপিএমকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সিপিএম আমলে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ করে তিনি বলেন “৩৪ বছরে, সিপিএম আমলে চিরকুট দিয়ে চাকরি পাওয়া যেত। বদলি হত। সিপিএমের ৩৪ বছরে অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। এতদিন ভদ্রতার খাতিরে কিছু করিনি।”
সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য “মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আপনি চিরকুট খুঁজে বার করুন। তার আগে উধাও হয়ে যাওয়া মন্ত্রীকে খুঁজে বার করুন। কয়লা পাচারে কারা যুক্ত খুঁজে বার করুন। সিপিএমের বিরুদ্ধে অনেক কমিশন করেছেন, মিথ্যে মামলা করেছেন। করের টাকায় তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ করুন আগে।”