৩৪ বছরের পুরনো মামলায় নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাবাসের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

দেবজিৎ মুখার্জি: বুধবার ৩৪ বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত হলেন পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। তাঁকে এক বছরের কারাবাসের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

    প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গাড়ি সরানো নিয়ে সৃষ্টি হওয়া বাদানুবাদে গুরনাম সিং নামে এক ব্যক্তির মাথায় আঘাত করেছিলেন তিনি। এরপরই মারা যান গুরনাম। উপযুক্ত প্রমাণের অভাবে তিনি পার পেয়ে যান ১৯৯৯ সালে। ২০০৬ সালে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ২০১৮ সালে সিধুর শাস্তি কমিয়ে তাঁকে ১ হাজার টাকা জরিমানার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। তবে মৃতের পরিবার রিভিউ পিটিশন দাখিল করায় স্থগিত রাখা হয় রায়দান।