|
---|
শিলিগুড়ি: দেরী আছে তো কি হয়েছে ?প্রচার তো করতেই হবে।তাই আর আলস্য না করেই প্রচার করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলের প্রার্থীরা।আজকে ঘোর শীতেও প্রার্থীরা বেড়িয়ে পড়ছেন প্রচারে যাতে কোনভাবেই রাশ আলগা না হয়ে দাড়ায়।তাই শিলিগুড়ির সবকটি ওয়ার্ডের প্রার্থীরাই বেরিয়ে পড়েছেন নিজেদের প্রচারে।বাড়িতে বাড়িতে যাচ্ছেন,ভোটারদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনছেন এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছেন।ভোটে টিকিট পাওয়া এক দুরহ ব্যাপার, তা সে টিকিট যিনি বা যারা পাচ্ছেন তারা যদি জীততে না পারেন খুবই খারাপ ব্যাপার হবে তাও তারা বিলক্ষন জানেন,তাই ভোট পিছিয়ে যাবে শুনেও পিছিয়ে নেই তারা,বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সব সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।
পুরভোটে নিজেদের বদনামকে মুছে দিতে এবারে যে বদ্বপরিকর তৃণমূল তা তাদের প্রচার দেখেই বুঝতে পারা যাচ্ছে।তাদের প্রচার দেখে একটাই জিনিস বোঝা যাচ্ছে যেভাবেই হোক এবারে তৃণমূলকে জেতাতে বদ্বপরিকর তারা।