আনিস খান হত্যাকাণ্ড: দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হলো মৃতদেহ; বাধা দিয়েছিলেন আনিসের দাদা

নতুন গতি নিউজ ডেস্ক: আজ ছাত্রনেতা আনিস খানের মৃতদেহ তোলা হলো দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। সিট ও আইনজীবী ও বারাসত জেলা জজ এর উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। তার সাথে করা হবে ভিডিওগ্রাফিও।

    এদিন আনিসের বাবা সালেম খান আর দাদা সাবির খান দ্বিতীয় ময়নাতদন্তে যাবেন না। আনিসের কাকা ও পড়শিরা এসএসকেএম যাবেন পুলিসের সাথে। সিটের কথা মেনেই এদিন সকাল ৮টাতেই নিজেদের আইনজীবীকে ডেকে এনেছে আনিসের পরিবার।

    এদিন আনিস পিতা সালেম খান বলেন “হাইকোর্টের রায় আমরা অমান্য করতে পারি না। তাই অনুমতি দিয়েছি। দেখি কী হয়। আমার আস্থা নেই। এখনও আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাই আমি।”

    এর আগে দেহ তোলা নিয়ে বাধা সৃষ্টি করে আনিসের দাদা সাবির খান। তার বক্তব্য জেলা জজ এর উপস্থিতিতে তোলা হবে মৃতদেহ। তিনি বলেন “আমরা তো আদালতের নির্দেশ মেনে বলেছিলাম দেহ তুলতে দেব। একটু সময় চেয়েছিলাম। সেটা সিট দিতে চাইছে না কেন?”