ভারতীয় বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করে আটকে যাওয়া ছাত্রছাত্রীদের ফেরৎ আনবার ব্যাবস্থা করবে বলে জানান শিলিগুড়ির বর্তমান মেয়র

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির বাসিন্দা যুবরাজ মিশ্র ডাক্তারি পড়তে ইউক্রেন গেছিলেন ওখানে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে কিছুদিন ধরেই।অবশেষে ঈশ্বরের অসীম কৃপাতে ঘরে ফিরলাম।জানালেন যুবরাজ মিশ্র।রাজ্য সরকার চেষ্টা করছে যতজন আটকে আছেন সবাইকে ফেরত নিয়ে আসবার জন্য।জানালেন গৌতম দেব।তিনি আরো জানালেন মুখ্যমন্ত্রী নিজেও চিন্তায় আছেন এখনো যারা যারা ইউক্রেনে আটকে আছেন।তবে ভালো খবর সবার সাথেই চেষ্টা করতে চেষ্টা করছি।আশাকরি সবাই যে যার মত ঘরে ফিরে আসবে জানালেন গৌতম দেব।তিনি জানান পরিস্থিতির দিকে খতিয়ে দেখছে রাজ্য সরকার।প্রয়োজনে তারা ভারতীয় বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করে আটকে যাওয়া ছাত্রছাত্রীদের ফেরৎ আনবার ব্যাবস্থা করবে বলে জানান শিলিগুড়ির বর্তমান মেয়র।