|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ যাত্রীরা কার গাড়িতে উঠবে এ নিয়ে তুলকালাম কান্ড শুরু হয়ে গেল শিলিগুড়ি মিনিবাস এবং সুপারবাস কর্মীদের মধ্যে।এদিন সকালে যখন যাত্রীরা লাইন দিয়ে গাড়িতে উঠছিলেন তখনই বচসা শুরু হয়ে যায় দুদলের কর্মীদের মধ্যে। অবস্থা একেবারে হাতাহাতির পর্যায়ে পৌছে যায়। বন্ধ হয়ে যায় বাস চলাচল।মিনিবাস কর্মীদের অভিযোগ সুপার বাস কর্মীরা জোর করে তাদের কর্মীদের নিজেদের বাসে উঠাচ্ছিলেন। এর পরেও সুপার বাস কর্মীরা জোর করে কিছু কলেজ ছাত্রীদের নিজেদের বাসে উঠাতে চান। মিনিবাস কর্মীদের অভিযোগ বাসে জায়গা না থাকলেও সুপার বাস কর্মীরা ভয় দেখিয়ে যাত্রীদের নিজেদের বাসে উঠাচ্ছিলেন। অন্যদিকে সুপার বাস কর্মীরা জানান এরকম কোন ঘটনাই ঘটে নি,সব যাত্রীরা এসে সুপার বাসেই উঠতে চাচ্ছিলেন এতেই মাথা গরম হয়ে যায় মিনিবাস কর্মীদের। দুপক্ষের মধ্যে চলা এই ঝামেলায় বন্ধ হয়ে যায় রাস্তা ভীড় জমে যায় রাস্তায়, বন্ধ হয়ে যায় বাস চলাচল।এর মধ্যে অনেকেই গন্ডগোল দেখে ফিরে যান।পরে ওই এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুপক্ষের ঝামেলা মিটিয়ে দেয়।