|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পদক লাভে টোকিও অলিম্পিকে সর্বকালের সেরা রেকর্ড ভারতের। কিন্তু অলিম্পিকে নীরজ, সিন্ধু, লভলিনা সহ বাকি অলিম্পিয়ানদের পদক জয়ের আসল কারিগর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই দাবি করে বসলেন জনসংযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান । উত্তর গুজরাটের জন আর্শীবাদ যাত্রার মঞ্চে প্রধানমন্ত্রী ও অলিম্পিয়ানদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, টোকিও অলিম্পিকে নীরজের মতো তরুণ খেলোয়াড়দের সাফল্যের পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার-পাঁচ বছরের পরিশ্রম।
এখানেই শেষ নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভূতপূর্ব সিদ্ধান্তের কারণেই এগোচ্ছে দেশ। তাঁর মতে, গত ৪-৫ বছরে নীরজ চোপড়া, পিভি সিন্ধুর মতো প্লেয়ারদের পিছনে রয়েছে প্রধানমন্ত্রীর ঘাম ঝরানো পরিশ্রম। উত্তর গুজরাটের খেদা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দেবুসিংহ চৌহান মন্তব্যে চাঞ্চল্য।
পদকজয়ীদের সাফল্যে উচ্চ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তাদের জন্য একটি চা-চক্রের আয়োজন করেন। প্রতিশ্রুটি মতোই ব্যাডমিন্টনে পদকজয়ী পিভি সিন্ধুর সঙ্গে আইসক্রিম খান তো সোনাজয়ী নীরজের সঙ্গে চুরমা। ব্রেকফার্স্ট পার্টিতে পদক জয়ীদের সঙ্গে সঙ্গে একটুর জন্য পদক হাতছাড়া হওয়া মহিলা হকি টিম, গল্ফার অদিতির সঙ্গে আলাদা করে সময় কাটান মোদী। একসঙ্গে সেরেছেন প্রাতরাশও। জ্যাভলিনের সোনার ছেলে নীরজ চোপড়া থেকে শুরু, ব্যাডমিন্টনের রানি পিভি সিন্ধু, কিংবা মীরাবাই চানুদের সঙ্গে অন্তরঙ্গ সাক্ষাতের মাধ্যমে মোদী ক্রীড়াবিদদের মন জয় করে নিয়েছেন।