অভিনব কায়দায় পরিবেশ রক্ষায় উদ্যোগী টিএমসির জেলা পরিষদের জয়ী প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা : যেমন কথা তেমন কাজ। গড়বেতার বিশিষ্ট শিক্ষক- সমাজসেবী শান্তনু দে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৪৯ নম্বর আসন থেকে ১৭৬৩২ ভোটের ব্যবধানে জয় লাভ করেছিলেন। তিনি অঙ্গীকার করেছিলেন তিনি যত ভোটে জিতেছেন ততগুলি বৃক্ষ আগামী পাঁচ বছরের মধ্যে তাঁর নির্বাচনী এলাকায় রোপন ,লালন করবেন এবং যারা দায়িত্ব নিয়ে এই কাজ করবেন তাদেরকেও এই যজ্ঞে শামিল করবেন। তারই শুভ সূচনা হলো ওনার বিদ্যালয় গরবেতা পূর্ব চক্রের

    ধন্যাডিহা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে।

    তিন দিকে সুন্দর করে বেড়া দিয়ে প্রায় তিনশো দেবদারু, পলাশ,কৃষ্ণচূড়া,রাধাচূড়া,শাল,মেহগনি,পেঁপে এবং আমগাছ রোপন করা হয়েছে। একই সাথে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আরও আটশোর বেশি গাছ দত্তক নিয়ে গেছেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহ যোগালেন গড়বেতা থানার ওসি অঞ্জনি কুমার তেওয়ারি,আমলাগোড়া রেঞ্জার চঞ্চল কুমার গোস্বামী, গড়বেতা রেঞ্জার খুরশিদ গাজী আলম,গড়বেতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষ, গড়বেতা এক ব্লকের এ আই ধৃতিমান রায়,গড়বেতা এক ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু প্রতিহার ও পুতুল অধিকারী,গড়বেতা চার নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদুলাল মন্ডল,জাতীয় শিক্ষক বীরেন পাল,জাতীয় শিক্ষক ও লেখক মঙ্গল প্রসাদ মাইতি,একঝাঁক বিশিষ্ট শিক্ষক,পরিবেশপ্রেমী ও সমাজকর্মী মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস মৃত্যুঞ্জয় সামন্ত, বিপ্লব আর্য,সেখ আসেকুল রহমান,সেখ গোলাম নবী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়,শান্তনু নন্দী,বিপ্লব দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ।