|
---|
রাজু আনসারী, সুতি : এবার মুর্শিদাবাদের সুতিতে একসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুতি-২ ব্লকের পাঁচটি অঞ্চলের কংগ্রেস ও নির্দল থেকে জয়ী নয়’জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং অরঙ্গাবাদ-১ অঞ্চলের পঞ্চায়েত সমেতির নির্দল প্রতিকে জয়ী একজন সদস্য। মুর্শিদাবাদের সুতির খিদীরপুরে রবিবার বিকালে বিধায়ক ইমানি বিশ্বাসের নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিকভাবে হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা।
নবাগতদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান সুতির বিধায়ক ঈমানি বিশ্বাস। ভোটের কয়েক দিন যেতে না যেতেই বিরোধী দল থেকে জয়লাভ করার পরেই কংগ্রেসের সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সুতির রাজনৈতিক মহলে। এদিন গ্রাম সভার যোগদানের তালিকায় ছিলেন মহিশাইল-২ নম্বর অঞ্চলের কংগ্রেসের প্রতিকে জয়ী দুই সদস্য, জগতাই- ১ নম্বর অঞ্চলের একজন নির্দল সদস্য, জগতাই- ২ নম্বর অঞ্চলের একজন কংগ্রেস ও নির্দল সদস্য, অরঙ্গাবাদ- ১ নম্বর অঞ্চলের দুইজন কংগ্রেস সদস্য ও একজন নির্দল সদস্য ও অরঙ্গাবাদ- ২ নম্বর অঞ্চলের একজন নির্দল সদস্য পাশাপাশি অরঙ্গাবাদ- ১ নম্বর অঞ্চলের নির্দল প্রতীকে পঞ্চায়েত সমেতির জয়ী সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
সেসময় উপস্থিত ছিলেন সুতি-টু ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লতিফুর রহমান ও পাঁচটি অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে জয়ী সদস্য সহ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।