মেমারি পথসাথীতে পুরবাসীদের ভ‍্যাকসিন দেওয়া শুরু

সেখ সামসুদ্দিন : পশ্চিমবঙ্গ সরকারে তৃতীয়বারের জন‍্য মুখ‍্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেছিলেন প্রথম কর্মসূচি রাজ‍্যের মানুষকে বিনামুল্যে কোভিড ভ‍্যাক্সিন দেওয়া। তারপরেই জেলা পুরশহরগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে আলাদা ক‍্যাম্প করে ভ‍্যাক্সিনেশন করার নির্দেশ দেন। দ্রুততার সঙ্গে পুরপ্রশাসক স্বপন বিষয়ী নিজে একজন কোভিড জয়ী হয়েও উদ‍্যোগ নিয়ে পঃ বঃ সরকারের স্বাস্থ‍্য পরিবার কল‍্যাণ দপ্তরের সহযোগিতায় মেমারি পথসাথীতে পুরবাসীদের ভ‍্যাকসিন দেওয়া শুরু করেন। পুর প্রশাসক মুখ‍্যমন্ত্রীর প্রতি ধন‍্যবাদ জ্ঞাপন করে বলেন আজ ২৮ মে থেকে ৫ জুন পর্যন্ত শিবির চলবে। চেষ্টা করব সকল পুরবাসীকে ভ‍্যাক্সিন দেওয়ার। প্রয়োজনে সরকারি ব‍্যবস্থাপনায় আরও ক‍্যাম্প করা হবে।