|
---|
নতুন গতি, মানিকচক: মানিকচকের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় রাম প্রবেশ মন্ডল মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে জলছত্র ও প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্র করা হয়। এবারের পুজোয় ষষ্টি থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত বিধায়ক রাম প্রবেশ মন্ডল এর স্মৃতির উদ্দেশ্যে জলছত্র ও প্রাথমিক চিকিৎসা সহায়তা পুজোর দর্শনার্থীদের জন্য করা হয়। এবং বিজয়া দশমীর দিন সকল দর্শনার্থীদের মিষ্টিমুখ করানো হয় এই সহায়তা কেন্দ্র থেকে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল মানুষ এই সহায়তা কেন্দ্র থেকে উপকৃত ও আনন্দিত হন তারা। দর্শনার্থীরা এই উদ্যোগে অনেক আপ্লুত ও আনন্দিত যে প্রতিবছর বিধায়ক স্বর্গীয় রাম প্রবেশ মন্ডল এর স্মৃতিতে এই সহায়তা ক্যাম্প করা হয়। আমরা এতে অনেক খুশি হই।
উক্ত ক্যাম্পের উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক স্বর্গীয় রাম প্রবেশ মন্ডলের পুত্র তৃণমূল কংগ্রেস যুব জেলা সভাপতি শ্রী বিশ্বনাথ ঘোষ মহাশয়। তিনি জানান, আমি আমার পিতা শ্রী বিধায়ক রাম প্রবেশ মন্ডল এর স্মৃতির উদ্দেশ্যে গত বছরের ন্যায় এবছরও দুর্গোৎসবে ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আমরা এই সহায়তা কেন্দ্র করেছিলাম। মানুষের সহযোগিতা করার জন্য আমরা এই উদ্যোগ মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কাম্প করেছিলাম আগামীতেও আমরা মানুষের পাশে থেকে সঙ্গে থেকে এরকম বিভিন্ন সহযোগিতা সহায়তা কেন্দ্র করে থাকবো বলে জানান তিনি।