সেবা ফার্মাস সমিতির সাহিত্য বাসর

সুবিদ আলী মোল্লা, নতুন গতি: সামাজিক সেবা মূলক কাজকর্মের পাশাপাশি গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতির উদ্যোগে প্রতি মাসে সাহিত্যবাসর বসে সমিতির নিজস্ব সভাগৃহে। সাহিত্য পাঠের পাশাপাশি প্রতি মাসে সাহিত্য ও সমাজের কল্যাণে নিয়োজিত একজনকে সেবা ফার্মাস সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। গত শনিবার ৪৪ তম সাহিত্য বাসর হয়ে গেল। অনুষ্ঠানের সূচনা পর্বে কবি, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিষ্ণুপদ বালা ,কাকলি রায়, বিজয় কৃষ্ণ রায়, মিন্টু বাড়ৈ ,বরুন হালদার, রানু সরকার ,নির্মল কান্তি বাই,
সুবিদ আলি মোল্লা , কেয়া দেবনাথ ও সুব্রতা দে। সংগীত পরিবেশনে ছিলেন টুলু সেন ও দেবদাস বাইন। ছিলেন বাচিক শিল্পী রুমা সাহা ও সাধনা মজুমদার । স্বরচিত গল্প ও প্রবন্ধ পাঠ করেন সমীর বরণ দত্ত, অসীত দালাল কৃষ্ণপ্রসাদ ব্রহ্ম। শ্রোতারা ঋদ্ধ হয় সাহিত্যিক পলাশ মন্ডল ,পাঁচু গোপাল হাজরা, বাসুদেব মুখোপাধ্যায় , সরোজ চক্রবর্তী ও ঋতুপর্ণ বিশ্বাস মহাশয়ের বক্তব্যে। সেবা ফার্মাস সমিতির সম্পাদক গোবিন্দ লাল মজুমদার মহাশয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সংস্থার মূল উদ্দেশ্য কে তুলে ধরেন। এদিনের বিশেষ আকর্ষণ ছিল সম্বর্ধনা অনুষ্ঠান। সম্বর্ধিত হলেন গোবরডাঙ্গার বিশিষ্ট নাট্যকার বিশ্বনাথ ভট্টাচার্য। শ্রোতারা ঋদ্ধ হয় সাহিত্যিক পলাশ মন্ডল ,পাঁচু গোপাল হাজরা, বাসুদেব মুখোপাধ্যায় , সরোজ চক্রবর্তী ও ঋতুপর্ণ বিশ্বাস মহাশয়ের বক্তব্যে। সেবা ফার্মাস সমিতির সম্পাদক গোবিন্দ লাল মজুমদার মহাশয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।