|
---|
লুতুব আলি : পূর্ব বর্ধমানের কলা নবগ্রাম সার্কেলের শিক্ষা বন্ধুর বিদায় সংবর্ধনা । কলা নবগ্রাম সার্কেলের শিক্ষা বন্ধু সুশান্ত গড়াই কে বিদায় সংবর্ধনা দিলেন দলুই বাজার ২ নং সি.আর.সি র শিক্ষক-শিক্ষিকাগণ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন কলা নবগ্রাম সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মন্ডল মহাশয়। অনুষ্ঠানে সকলকে অভিবাদন জ্ঞাপন করেন দাদপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাগণ অর্পণ ভট্টাচার্য, শুভঙ্কর মোহন্ত, বিবেকানন্দ মৃধা, সুরুপা ঘোষ, মৌমিতা চক্রবর্তী ছাড়াও পশ্চিম মেমারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাগণ আকাশ দ্বীপ সিংহ রায়, রুমা নায়েক,সৌমী ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, অবসর জীবনের পর সম্বর্ধনা দেওয়ার পরম্পরার রীতি ঐতিহ্য হিসেবে চালু রাখা দরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কলাবগ্রাম চক্রের সভাপতি মোঃ জাহাঙ্গীর। সংবর্ধনা অনুষ্ঠানে সুশান্ত গড়াই এর হাতে পুষ্পস্তবক, বই, পেন ও ক্যাশ টাকা তুলে দেন কলা নবগ্রাম সিএলআরসির কর্মী অনির্বাণ দত্ত, শিক্ষক সৈয়দ ওয়ালেদ্দিন জাভেদ, তরুণ কুমার সামন্ত, তরুণ ঘোষ, মানিক কোরা প্রমুখ। অনুষ্ঠানের স্মৃতিচারণা করেন নুপুর হালদার, সিতান্ত মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাদপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছন্দা পাত্র, কলা নবগ্রাম সি এল আর সি র পক্ষ থেকে অনির্বাণ দত্ত, আব্দুল রফিক মল্লিক, সুদীপ্তা দেবনাথ, পার্থ বিশ্বাস, স্বপন কুমার মল্লিক, মানিক চন্দ্র দাস, সুদীপ প্রামানিক, শিক্ষক ইন্দ্রজিৎ ঘোষ, শান্তনু সরকার। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে একটি মনৈজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন শিক্ষিকা খুশি চক্রবর্তী, শিশু বাচিক শিল্পী সৌম্য ব্যানার্জি। সংগীত পরিবেশন করেন শিক্ষিকা সুরূপা ঘোষ, শিশু শিল্পী অর্ণব রাজবংশী। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে শিশু শিল্পী আনসুরা খাতুন, শ্রেয়া মন্ডল, রিক্তা পাত্র, যশোদা মন্ডল, সোহানা খাতুন, রুকসোনা খাতুন এবং সায়ন্তিকা নাগ।