|
---|
নিজস্ব সংবাদদাতা: দেশ ব্যাপী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারের ওপর । তারপর থেকেই শহর শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করে তুলতে তৎপরতা দেখা গেছে স্থানীয় । প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারির প্রথম দিন থেকেই বিভিন্ন বাজারে ও রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করতে পথে নামে শিলিগুড়ি পুরনিগম । তবে বারবার সচেতন করার পরে ও বহু ক্রেতা ও বিক্রেতা অসচেতন হয়ে প্লাস্টিকের ব্যবহার করে চলেছে ।
তাই এবার অসচেতন মানুষদের সচেতন করতে করা পদক্ষেপ শিলিগুড়ি পুরনিগমের ৩ নং বোরো কমিটি । মঙ্গলবার ৩ নং বোরো কমিটির চেয়ারম্যান মিলি শীল সিনহার নেতৃত্বে শিলিগুড়ির ফুলেশ্বরী বাজারে অভিযানে নামে ৩ নং বোরো কমিটি । এদিনের এই অভিযানে মানুষদের সচেতন করার পাশাপাশি বিপুল পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও থার্মকলের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় ব্যবসায়ীদের কাছ থেকে ।