নকল মুদ্রা সহ এক ব্যক্তিকে আটক করল ভুটান পুলিশ

নিজস্ব সংবাদদাতা: ভুটানের ফুলসিডিং থেকে নকল মুদ্রা সহ এক ব্যক্তিকে আটক করল ভুটান পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজু।জেরাতে সে জানিয়েছে সে নেপালের একটি ক্যাসিনোতে চাকরী করত।সে বর্তমানে ভুটানে সুপারির ব্যাবসার সাথে যুক্ত।তার সাথে কতজন জড়িত আছে সেটাও জানতে চেষ্টা করছে পুলিশ। ধৃত জানিয়েছে এখনো ভুটানে সিডির ব্যাবসা জনপ্রিয়।ওই ব্যক্তি সিডির ব্যাবসার আড়ালে এই নকল মুদ্রা পাচার করত। সে এই নকল মুদ্রার সেন্টার বানিয়েছিল ভুটানের সমস্ত সিডির দোকানগুলিতে।আজ যখন সে ভুটানের বাসষ্ট্যান্ডে দাড়িয়ে মুদ্রা গুলি নিয়ে আসছিল তখনই খবর পেয়ে তাকে আটক করে ভুটান পুলিশ।ওই মুদ্রাগুলি একেবারেই আসল মুদ্রার মতো। মুদ্রা বিশেষজ্ঞ দেখে তবেই ওই মুদ্রাগুলি যে নকল তা সনাক্ত করা হয়েছে। পুলিশের সন্দেহ ওই ব্যক্তি আরো নানান দেশে মুদ্রা পাচারের ব্যাবসার সাথে জড়িত।তার সাথে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারীদের সাথে যোগাযোগ আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।