|
---|
নতুন গতি নিউজডেস্ক: দীর্ঘদিন লকডাউনের করুণ পরিস্থিতিতে বৃহন্নলাদের পাশে দাঁড়ালো প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লীতে যুব তৃণমূল নেতা সৌভিক মন্ডলের পার্টি অফিস থেকে প্রায় ৪০ জন বৃহন্নলাদের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও যুব তৃণমূল নেতা সৌভিক মন্ডল।
বৃহন্নলারা জানান, তাদের প্রধান উপার্জন ট্রেন থেকে হতো বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গিয়ে তারা নাচ গান দেখিয়ে উপার্জন করতো, কিন্তু দীর্ঘ লকডাউনের কারণে সমস্ত রকম উপার্জন তাদের বন্ধ। তাই ভীষণ বিপদের মুখে তারা। প্রাক্তন মন্ত্রীর এই সাহায্যে তারা খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন।