বিদ্যাসাগরের জন্মদিনে আবক্ষ মূর্তির উন্মোচন বর্ধমানের বিদ্যালয়ে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্ম জয়ন্তী পালন করলো বর্ধমান শহরের উপকণ্ঠে কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়। এই উপলক্ষে এদিন এই বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন হয়। আবক্ষ মূর্তির উন্মোচন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। অনুষ্ঠানের সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন বিদ্যালয় প্রধান শিক্ষক ড. সুভাষ চন্দ্র দত্ত। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি ও এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পরেশ চন্দ্র সরকার, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, শিক্ষাবিদ প্রীতপ: প্রকাশ ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মানিক দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, প্রাতঃ স্মরণীয় এই মনীষীকে সম্মান প্রদর্শন করতে পেরে আমরা গর্ব অনুভব করছি। দুই শত পর ও বাঙালি তাঁকে মনে রেখেছেন। সমাজ সংস্কারক এই মনীষী বাঙালির হৃদয়ে র আজীবন চির ভাস্বর হয়ে থাকবেন। শিক্ষাবিদ প্রীত প:প্রকাশ ভট্টাচার্য বলেন, বিদ্যাসাগর যে সুচিন্তিত অবস্থান নিতেন, তার থেকে বিচ্যুত হতেন না। এমনকি প্রথম প্রথম বহু মানুষকে পাশে না পেলেও পরে তাদের বোঝাতে সক্ষম হয়েছিলেন। এ দিনের বর্ণময়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নজর কেড়েছে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক শামীম মন্ডল।