কাবেরী জলবন্টন: ১২ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে কর্নাটকের কৃষক সংগঠন এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী

দেবজিৎ মুখার্জি: কাবেরী জলবন্টনকে ঘিরে উত্তাল কর্ণাটক। মঙ্গলবার ১২ ঘন্টা – সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অবধি – বন্ধের ডাক দিয়েছে কর্নাটকের কৃষক সংগঠন কর্ণাটক জল সংরক্ষণ সমিতি এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী। এই বন্ধ ডাকার জন্য চাপে পড়েছে বেঙ্গালুরুর সাধারণ মানুষ। এই বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছে স্থানীয় পরিবহন সংস্থাগুলি এবং বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান।

     

    বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন বন্ধের কোন অনুমতিই দেওয়া হয়নি এবং মাঝরাত থেকেই বেঙ্গালুরু শহরে জারি করা হবে ১৪৪ ধারা। যদিও এই মুহূর্তে গোটা বেঙ্গালুরু জুড়েই চলছে ১৪৪ ধারা।

     

    উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বরও গোটা কর্নাটক বন্ধের ডাক দিয়েছেন সমাজকর্মী ভাটাল নাগরাজ।