|
---|
রাজু আনসারী, সুতি : গঙ্গা ভাঙন প্রতিরোধ ও ক্ষতিপূরণ প্রদান সহ সাত দফা দাবিতে ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি প্রদান ও অবস্থান বিক্ষোভ করলো তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে মালদা এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জিএম অফিস সংলগ্ন এলাকায় স্মারকলিপি ও অবস্থান বিক্ষোভে কয়েক হাজার কর্মী সমর্থক সামিল হন। অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যের সেচদপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান, চেয়ারম্যান কানাই চ্ন্দ্র মন্ডল, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকসী, মুর্শিদাবাদ জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা, মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, মালদার বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ফরাক্কা ব্যারেজের জিএম কে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণর করার দাবিতে সরব হন তৃণমূল নেতৃত্ব। গঙ্গা ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিকে এই প্রথম তৃণমূল কংগ্রেসের দুই জেলার নেতৃত্ব এবং বিধায়কদের নিয়ে জিএম অফিসে অবস্থান বিক্ষোভ ঘিরে সিআইএসএফ এবং পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।