|
---|
লুতুব আলি, নতুন গতি, ৩০ জুলাই : পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শিক্ষক শ্যামল জানা সবুজায়নের বার্তা দিতে জীবন্ত গাছের চারা নিয়ে বৃক্ষরোপনের উদ্দেশ্যে ফেরি করছেন ও সঙ্গে সঙ্গে গাছও রোপণ করছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপনের শেষে তিলোত্তমা কলকাতাতে শ্যামল জানা বৃক্ষরোপনের বার্তা দিচ্ছেন এবং গাছ লাগাচ্ছেন। ইতিপূর্বে তিনি কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে হাজির হয়েছিলেন। সেখানকার কর্মকর্তাদের শিশু বৃক্ষ বিতরণ করেন ও রোপনও করেন। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার সহ অন্যান্যরাও শ্যামল বাবুর এই উদ্যোগের প্রতি সাধুবাদ জানান। ৩০ জুলাই কলকাতার উল্টোডাঙ্গার বিধান শিশু উদ্যানে শ্যামলবাবু ৬৮ টি বট ও অশ্বথ গাছের চারা রোপন করেন। এর আগে তিনি কলকাতার ইডেন গার্ডেনেও গাছ লাগিয়েছেন। সেই গাছও আস্তে আস্তে বড় হচ্ছে। শ্যামল বাবু পাশাপাশি যে জায়গাগুলি হাতের নাগালের কাছে সেই সমস্ত জায়গায় গাছ লাগিয়েও তিনি রক্ষণাবেক্ষণ করে থাকেন। শ্যামল জানা এই প্রতিবেদক কে বলেন, এক লক্ষ গাছ তিনি লাগাতে চান। আসামের কামাক্ষা, গুয়াহাটি, মেঘালয়, জলপাইগুড়ি, করিমগঞ্জ এ সদ্য বৃক্ষরোপণ করে এসেছেন। বেতনের একটা বড় অঙ্কের টাকা তিনি সবুজায়ন এর কাজে ব্যয় করেন। শ্যামল জানার শ্লোগান : থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষ রোপন বিশ্ব জুড়ে, সমগ্র পৃথিবী নিজের বাগান।প্রতিটি দিন হোক অরণ্য দিবস। ভারত বর্ষ ছাড়াও নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলংকাতেও তিনি বৃক্ষরোপণ করতে চান।