|
---|
সঞ্জয় মন্ডল, দূর্গাপুর : – মহরমের পুণ্য লগ্নে , কারবালার মর্মান্তিক ইতিহাস কে স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করলো “দূর্গাপুর আঞ্জুমান ইসলামিয়া কমিটি “। সংগঠনের উদ্যোগে দূর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি হলে এক মহতী রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরের উদ্বোধন করেন ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ। উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ড: কলিমুল হক,ড: করবী কুন্ডু, , ড: নুরুল ইসলাম সহ সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তি।অনুষ্টানটি সঞ্চালনা করেন আয়ুব আনসারি। এই শিবিরে 6 জন মহিলা সহ মোট 26 জন রক্ত দান করেন। FBDOI- WB এর সম্পাদক কবি ঘোষ জনিয়েছেন সারা রাজ্যে প্রতিটি জেলায় বিভিন্ন সমাজিক সংগঠন এর সহযোগিতায় মহরম উদযাপন উপলক্ষে সম্প্রীতির রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।