|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : শক্তিগড়ে জাতীয় সড়কের পুঁতি গন্ধময় আন্ডার পাশ পরিষ্কার করল স্বেচ্ছাসেবী সংস্থা। যে কাজ জাতীয় সড়কের করা উচিত ছিল তা করে দেখালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের স্বেচ্ছাসেবী সংস্থা ডঃ আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চারিটি এন জি ও। পরিষ্কার করার কাজে সহযোগিতায় ছিল অ্যাডভান্স ট্রেনিং একাডেমি। এই আন্ডার পাশের তলা দিয়ে বড়শুল রাস্তা চলে গেছে। বড় শুলে অবুষ্ঠিত বর্ধমান দু’নম্বর ব্লক, ব্লক কৃষিকরণ দপ্তর, বড় শুল উন্নয়নীর শিল্প তালুক, শক্তিগড় জুট পার্ক, দুটি বেসিক ট্রেনিং কলেজ, দুটি উচ্চ বিদ্যালয়, অসংখ্য প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান। আকাশের বৃষ্টি হলেই এই আন্ডার পাশের নিচে হাঁটু অব্দি জল ভরে যায়। নিকাশি ব্যবস্থা না থাকায় জমে থাকা নোংড়া জলের ওপর দিয়েই পথচারীদের যাতায়াত করতে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। তাছাড়াও এই পুঁতি গন্ধময় জলকাদা দূষণ ছড়াচ্ছিল। স্বেচ্ছাসেবী সংগঠনটি এগিয়ে এসে ৩ আগস্ট পরিষ্কার করল। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত গড়ার ডাক দিলেও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জাতীয় সড়ক কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে নজর না দেয়াতে শক্তিগড়, বড়শুল এর একটি গুরুত্বপূর্ণ আন্ডার পাস পরিষ্কার না থাকায় জনমানসে চরম ক্ষোভের সঞ্চার হয়েছিল। এই শক্তিগড় থানা, মেমারি থানা, জামালপুর থানার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ধমান শহরসহ দূর-দূরান্তের জেলা থেকে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মচারীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বিশেষ করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ও এই দুর্ভোগের শিকার হন। সংগঠনটির পক্ষ থেকে পরিষ্কার করার দিনে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন মন্ডল, মোঃ হাবিব, জয়ন্ত বিশ্বাস, মোঃ সিরাজ উদ্দিন, আনিসুর জানান, বাপি সরকার ও অ্যাডভান্স ট্রেনিং একাডেমির কিছু সদস্যগণ। বর্ধমান ২ নং ব্লকের বি.ডি.ও সুবর্ণা মজুমদারকে আন্ডারপাস স্থায়ীভাবে পরিষ্কারের জন্য প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্লক প্রশাসনগতভাবে সংশ্লিষ্ট জাতীয় সড়ক কর্তৃপক্ষকে স্থায়ীভাবে এই আন্ডার পাশ স্থায়ীভাবে পরিষ্কারের জন্য অবগত করা হয়েছে। এদিন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি এগিয়ে এসে এই আন্ডার পাশ পরিষ্কার করার জন্য তিনি সাধুবাদ জানান।