পরিবেশ দিবসে শিল্পশহর হলদিয়ার গাছ বাঁচানোর শপথ

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: শিল্পশহর হলদিয়া বরাবরই দূষণের শিকার।শনিবার বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোর শপথ নিল শিল্পাঞ্চলের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা।গাছ লাগানোর পাশাপাশি জোর দেওয়া হল গাছ পরিচর্যার।

    হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ওবিসি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্গাচক আম্বেদকর ভবন থেকে ১০০ জনকে ১০০ টি বিভিন্ন দেশীয় গাছের চারা বিতরণ করা হয়।শিল্পশহরে সবুজায়নের জন্য এবছর বীজ থেকে চারা তৈরি ও সাত হাজার কলম তৈরি করা হবে জানিয়েছেন উদ‍্যোক্তারা।

    এদিন টাউনশিপে হলদিয়া বিজ্ঞান পরিষদ,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,মোহনা সুপার মার্কেটের ব‍্যবসায়ীবৃন্দরা হলদিয়া পেট্রোকেমিক‍্যালস লিমিটেডের সহযোগিতায় করোনা বিধি মেনে পরিবেশ দিবস উদযাপন করা হয়।বিশ্ব পরিবেশ দিবসে বাস্তুতন্ত্র কে রক্ষা করার জন‍্য আবেদন জানান বিজ্ঞান মঞ্চের সুচিস্মিতা মিশ্র,অঞ্জন কুন্ডু,রায়পদ কর,প্রধান শিক্ষক হরিদাস ঘটক।এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর নমিতা দাস মহাপাত্র,পরিবেশ কর্মী লক্ষীকান্ত সামন্ত,পূর্ণেন্দু বেরা,বাজার সমিতির সম্পাদক অনুপ ভাস্কর,জাদুকর বি,এন ঘোষ সহ অন‍্যান‍্যরা।এদিন চারাগাছ রোপন ও চারশো চারাগাছ বিতরণ করা হয়।

    সুতাহাটা প্রয়াস ও আমলাট অভিযান ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।সুপারি,বকুল,ছাতিম সহ বিভিন্ন ধরনের গাছ রোপণের পাশাপাশি গাছ বাঁচানোর শপথ নেওয়া হয়।হলদিয়া টাউনশিপ খোলা আকাশ চত্তরে বট গাছ লাগায় কয়েকজন পরিবেশ প্রেমী।

    পরিবেশ কর্মী রামপ্রসাদ দাস জানিয়েছেন হলদিয়াতে ক্রমেই দূষণ বাড়ছে।গাছের পাতার উপর কালো কালো দাগ সৃষ্টি হচ্ছে,গাছের ফলনও ধীরে ধীরে কমছে।হলদিয়ার একাধিক জায়গায় এই সমস্যা দেখা যাচ্ছে।হলদিয়ার শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া গাছের ক্ষতি করে।প্রশাসনের উদাসীনতায় রাতের অন্ধকারে অবাধে গাছ চুরি হয়ে যাচ্ছে।
    প্রত‍্যেকবছর ৫ জুন বেশকয়েকটি সংস্থা গাছ লাগালেও তা সারাবছর আর রক্ষণাবেক্ষণ করা হয়।বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সহ-সম্পাদক নকুল চন্দ্র ঘাঁটী জানান একটি গাছ অসংখ্য প্রাণের জন্ম দেয়।কিন্তু অসাধু ব‍্যবসায়ী নিজেদের ব‍্যবসার জন‍্য গাছের গড়ায় ইমারতি দ্রব‍্য ফেলে গাছ খুন করছে।অনেকে আবার বহুতল নির্মাণের জন‍্য গাছ কেটে ফেলছে।আগামীদিনে গাছ কাটা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজ্ঞান মঞ্চ।শিল্প শহরের এক চিকিৎসকের কথার সবুজ বিনাশের ফলে মরুভূমিতে পরিণত হচ্ছে হলদিয়া।এর ফলে বিভিন্ন রোগের লক্ষণ দেখা দিয়েছে।পরিবেশ কে সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে।পরিবেশ দিবসে মহিষাদল ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে মহিষাদল গান্ধী কুটির প্রাঙ্গণে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বৃক্ষরোপণ করেন।