|
---|
নূর আহমেদ,মেমারি : ৪ জুলাই, শুক্রবার মেমারি ১ সুসংহত শিশু বিকাশ প্রকল্পে পক্ষ থেকে জাতীয় মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হলো। এই উপলক্ষ্যে মেমারি দিঘীরপাড়াের একটি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে মা ও শিশুদের নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা একটি মিছিল বার করে এলাকার মানুষের মধ্যে সচেতনতা প্রচার করেন। মিছিল শুরু হয় মেমারি দিঘীরপাড় থেকে নতুন বাসষ্ট্যান্ড হয়ে বামুনপাড়া মোড় দিয়ে ১৩ নং ওয়ার্ডের রায়পাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শেষ হয়। মিছিলে পা মেলান প্রায় ১৫০ মা ও শিশু। অঙ্গনওয়াড়ি কর্মী মনীষা চক্রবর্তী জানান মতৃদুগ্ধের কোন বিকল্প নেই। শিশু ৬ মাস পর্যন্ত মায়ের দুধ পান করলে অনেক রোগ থেকে মুক্ত পায় শিশু। শিশুকে বুকের দুধ খাওয়ানোর উৎসাহ দিতে ও স্বাস্থ্য সচেতনতার জন্য এই মিছিল।
ফটো ক্যাপশন শু্ক্রবার মেমারি চেকপোষ্টে মাতৃদুগ্ধ উদযাপন সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতা প্রচার মিছিল
নূর আহামেদ মেমারি