ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে. শান্তি ও সম্প্রীতি পথসভা এবং জনসংযোগ কর্মসূচ ও এন আর সি বিরোধী সভা করেন

ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে. শান্তি ও সম্প্রীতি পথসভা এবং জনসংযোগ কর্মসূচ ও এন আর সি বিরোধী সভা করেন

    এস ইসলাম,নতুন গতি,ডোমকল: আজ ডোমকলের বিভিন্ন এলাকায় ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে. শান্তি ও সম্প্রীতি পথসভা এবং জনসংযোগ কর্মসূচি বার্তা দিলেন।ও এন আর সি বিরোধী সভা করেন এদিন।

    মূলত সম্প্রীতি সভা থেকে একটায় বার্তা দিলেন টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল,সবার মাঝে একটাই বার্তা পৌঁছে দিতে চাই আমরা
    ……হিন্দু মুসলিম ভাই ভাই….
    …একসাথে বাঁচতে চাই..
    NO NRC NO CAA NO NPR

    উপস্থিত ছিলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মণ্ডল ও দলনেতা আলম খান সহ সংখ্যালঘু মাইনরটি সেলের সহ-সভাপতি আলী হোসেন এবং কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।


    অভিনব প্রচারে কয়েক হাজার লোকের সমাবেশ ছিল এ সভায় সব ধর্মের লোক উপস্থিত হয়েছিলেন l
    হিন্দুদের হাতে গীতা ও রামা বলি এবং মুসলিমের হাতের টুপি তসবি তুলে দেন
    ডোমকল তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডল মহাশয় ।


    এই উদ্যোগে খুবি খুশি বলে জানান সাধারণ মানুষ,এদিন সভাপতির এই অনুষ্ঠানের মাধ্যমে ডোম কল বাসির কাছে আবার প্রমাণ করলেন যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই,কাজী নজরুল ইসলাম এর ভাষায় মোরা এক বৃন্তে দুই টি কুসুম হিন্দু মুসলমান ,মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।