|
---|
নূর আহমেদ : ২৬ ফেব্রুয়ারী, মেমারি,মহতি রক্তদান শিবিরের মাধ্যমে পথচলা শুরু করেছে মেমারি প্রেসক্লাব। আর এর মধ্যেই মেমারি এলাকার তিনটি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর হাতে তারা কিন্তু রক্তের কার্ড তুলে দিয়েছে ৬ মাসের জন্য। সম্প্রতি মেমারি প্রেস ক্লাব ও বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় মোহনপুর গ্রামের থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বিশ্বনাথ মির্ধার হাতে ছয় মাসের রক্তের কার্ড তুলে দেওয়া হয়েছিল, আজ আবারো তার হাতে চার মাসের কার্ড তুলে দেওয়া হল। গত ৩১ শে ডিসেম্বর পূর্ব বর্ধমান মাল পাহাড়িয়া উন্নয়ন সমিতি উদ্যোগে মেমারি প্রেস ক্লাব ও বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল ঐদিন এলাকার দুঃস্থ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর হাতে চার মাসের কার্ড তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই মোতাবেক সোমবার বিকালে ওই শিশুর হাতে চার মাসের রক্তের কার্ড তুলে দেওয়া হল।উপস্থিত ছিলেন মেমারি প্রেসক্লাবের সভাপতি নূর আহমেদ, হিসাব পরীক্ষক পার্থ সখা অধিকারী, মেমারি ক্লাবের প্রেস ক্লাবের সদস্য শাহিদুল ইসলাম, মাল পাহাড়িয়া উন্নয়ন সমিতির সভাপতি শম্ভুনাথ গির, গণেশ দেহেরী, বিশিষ্ট সমাজসেবী সাবির আহমেদ ও মজিবর রহমান লায়েক সহ অন্যান্যর।