চুরির চার মাস পর উদ্ধার হল চুরি যাওয়া স্কুটি ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ

শিলিগুড়ি: চুরির চার মাস পর উদ্ধার হল চুরি যাওয়া স্কুটি চুরির চার মাস পর একটি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

    ধৃতের নাম ব্রিগেন তামাং, বয়স ২৬। সে কালিম্পঙের বাসিন্দা। জানা গিয়েছে, মার্চ মাসের ২৩ তারিখ একটি হোটেলের সামনে থেকে চুরি যায় ওই স্কুটি। তারপরেই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুটির মালিক চৈতন্য আগরওয়াল। ঘটনার তদন্তে নেমে তিনদিন আগে অভিযুক্তকে ভক্তিনগর থানার অন্তর্গত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে বৃহস্পতিবার ভক্তিনগর থানা সংলগ্ন এলাকা থেকে ওই চুরি যাওয়া স্কুটি উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।