|
---|
নিজস্ব প্রতিবেদক: ঝাড়গ্রামে অষ্টম জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করতে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা প্রদান করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ডি পি এস সি চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, চেয়ারম্যান শান্তুনু দে সহ বিভিন্ন চক্রের আহ্বায়ক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে বলেন, শিক্ষক শিক্ষিকার প্রতি তাঁর শুভেচ্ছা বার্তা আমাদের পাথেয়। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় করোনা আবহে সাবধানে থাকতে বলেন এবং শিক্ষক সংগঠনকে মজবুত করার আহ্বান জানান।
পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে অষ্টম জঙ্গলমহল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার ঝাড়গ্রামে । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প , বাণিজ্য ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক জয়শী দাস গুপ্ত ,বীরবাহা হাঁসদা , চূড়ামণি মাহাতো, দেবনাথ হাঁসদা, দুলাল মুর্মু প্রমুখ।পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, জঙ্গলমহল আমাদের প্রাণের উৎসব। এটা আদিবাসী জনজাতি পিছিয়ে পড়া মানুষের সংস্কৃতি, তাদের বিলুপ্ত হয়ে যাওয়া আচার, লোকসংগীত জীবনধারণ কে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।
এই অষ্টম জঙ্গলমহল উৎসব চলবে বুধবার পর্যন্ত।এই অষ্টম জঙ্গলমহল উৎসবে, আদিবাসী ও স্থানীয় সংস্কৃতি এবং পর্যটনের মেলবন্ধন ঘটবে।