|
---|
নিজস্ব সংবাদদাতা, মালদা: জাকিয়ে পরেছে শীত।হাড় কাঁপানো ঠান্ডা।অসহায় দুঃস্থদের কথা ভেবে।রবিবার,রতুয়া কালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল।এদিন উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি।রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখ্যার্জী।অজয় সিনহা সহ অনান্যরা।এদিন প্রায় দুশোজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।