|
---|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দীর্ঘদিন রাজনীতি করছেন শংকর ঘোষ। তাই রাজনৈতিক অভিজ্ঞতা শঙ্কর ঘোষের অনেকটাই বেশি। সেই কারণে নিজের ওয়ার্ডের সময় না দিয়ে শিলিগুড়ি পুরো নিগমের অন্যান্য ওয়ার্ড গুলিতে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
রবিবার সকালে 3,4,11,12 নাম্বার ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচার সারেন। 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নান্টু পাল বিজয় শংকর ঘোষ কে জানান কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে। নান্টু পাল আরও জানান তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে সেই কারণে এ রকম কাণ্ড করেছে তারা। শংকর ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন পুরো ব্যাপারটা নির্বাচন কমিশনকে জানাবেন।