| |
|---|
দেবজিৎ মুখার্জি: ২০২১ সালে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতির মামলায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশের প্রতিবাদ করতে সোমবার রাজ্যজুড়ে বন্ধের ডাক দিয়েছিল তাঁর দল তেলুগু দেশম পার্টি। সকাল থেকেই পথে নেমে গ্রেপ্তারির প্রতিবাদ শুরু করেন দলের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে পুলিশের সঙ্গে সংঘর্ষ-সমস্ত কিছুতেই জড়িয়ে পড়েন টিডিপি সমর্থকরা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের জনজীবন এখনও স্বাভাবিকভাবেই চলছে।


