ঘরে ঢুকে পড়লো আস্ত এক কিং কোবরা! যার দৈর্ঘ্য প্রায় ১৩ ফিট লম্বা

নিজস্ব সংবাদদাতা : ঘরে ঢুকে পড়লো আস্ত এক কিং কোবরা। যার দৈর্ঘ্য প্রায় ১৩ ফিট লম্বা । ঘরে সাপ দেখেই চক্ষু চরকগাছ বাড়ির লোকের। পরে অবশ্য দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের বিশেষ দল গিয়ে সাপটিকে উদ্ধার করে। ঘটনার সেই ভয়ঙ্কর ফুটেজে তুলে ধরছি আমরা ।

    একে তো ১৩ ফিট লম্বা কিং কোবরা অন্যদিকে আবার সেই সাপ পেঁচিয়ে ঝুলে ঘরের চালে, দেখলেই শিউরে উঠে শরীর।জানা যায় গতকাল রাতে বিরপাড়া দলগাও রেঞ্জের কাছে এক ব্যাক্তির থাকার ঘরে প্রায় ১৫ ফিট কিং কোবরা সাপ ঢুকে পরে ।দলগাও রেঞ্জের তরফে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে ডাকা হয়।ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি পি,পি,এস,এর টিম পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন। বন দফতরের তরফে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে শুধু গতকালই নয় প্রায় রোজ দিন এভাবেই বিষাক্ত সেই সাপ উদ্ধার করে লোকালয়ে স্থানীয়দের হেফাজত করেই চলেছেন ময়নাগুড়ি পিপিএস সদস্যরা। এবার তারা নিজেদের এলাকায় পরিষেবা দেওয়ার পাশাপাশি পৌঁছে গেলেন আলিপুর দুয়ার জেলার বিরপারাতে। তাদের এই মহান কাজকে কুর্নিশ জানিয়েছেন বিভিন্ন মানুষ।