দার্জিলিং দীর্ঘদিন বন্ধ এর রাজনীতি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:- দার্জিলিং দীর্ঘদিন বন্ধ এর রাজনীতি দেখেছে। মোর্চার নেতা বিমল গুরুংয়ের নেতৃত্বে একসময় দীর্ঘদিন অবরুদ্ধ ছিল পাহাড়। পর্যটন নির্ভর পাহাড়ের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার কারণে। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।এবারে দার্জিলিং পৌরসভা নির্বাচনে জয় লাভ করেছে হামারো পার্টি। এই পার্টির প্রধান এডোয়ার্ডস ব্যবসায়ী, একটি রেস্তোরাঁর মালিক। তিনি ভালভাবেই জানেন কোন কারণে বন্ধ থাকলে পাহাড়ে পর্যটক বেড়াতে আসবে না। পর্যটনকেন্দ্রিক পাহাড়ের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি প্রথমেই ঘোষণা করে দিয়েছেন দার্জিলিঙে ৩২ টি ওয়াডে নো স্ট্রাইক জোন হবে। তার এই উদ্যোগের কারণে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে প্রশংসা করা হয়েছে।