একই পরিবারের তিন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী বিধানসভার গোপালগঞ্জ অঞ্চলের চার নাম্বার নিমতলা (গোরানকাটি) রিজিয়া সরদার স্বামী আমিরুল সরদার ওরফে মিঠুন তারই পুত্র আরিয়ান ও রাইহান ছয় ও চার বছরের। প্রতিবেশীরা কুলতলী থানায় খবর দিলে ঘটনাস্থলে আসেন কুলতলি থানার আই সি অর্ধেন্দু শেখর দে সরকার ও বিশাল পুলিশ বাহিনী। কয়েক হাজার এলাকার মানুষ জড়ো হয়। কি কারনে এই মৃত্যু আত্মহত্যা না খুন তা তদন্ত শুরু করেছেন কুলতলী থানার পুলিশ। স্থানীয় ব্যাক্তিদের বয়ান অনুসারে স্বামী রুজি-রোজগারের তাগিদে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়ান। সংসারে থাকার মধ্যে তিন শিশুকে নিয়ে ওই গৃহবধূ। দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এমনই প্রতিবেশীদের ধারণা।

    জানা যায় তবে কি কারণে তিনি বিষ খেয়েছে তা এখনও পরিষ্কার নয়। গতকাল স্বামী কাজের সুত্রে বাইরে থাকার কারণে স্বামীর সঙ্গে ফোনে কথা হয়, গভীর রাতে বাড়িতে থাকা চাষের জমিতে দেওয়া বিষ তা খেয়ে ঘুমাতে থাকে, সাড়া হতে থাকে তাতেই পাশের বাড়ির লোকজন ছুটে আসে ততক্ষণে সব শেষ । এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী এলাকাবাসী এই মুহূর্তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।