|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: কুলতলী বিধানসভার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের ভুবনেশ্বরী মৌজায় কয়েক কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধনে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, সহ উপস্থিত ছিলেন কুলতলির বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের কর্মদক্ষ সচিরাণী নস্কর, বিষ্ণুপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মলি মন্ডল, বিষ্ণুপুরে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ কর্মকার, বিষ্ণুপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব গাজী, আতমা কমিটির চেয়ারম্যান অমিত প্রামাণিক, ঠাকুরপুকুর মহেশতলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি বিপ্লব মন্ডল, জেলা পরিষদের সদস্য বাবলু সাফুই। পিন্টু মণ্ডল, জাকির মন্ডল, মিলন পুরকাইত পিন্টু প্রধান শহর এলাকার প্রধান সহ একাধিক জনপ্রতিনিধি। কয়েক হাজার মানুষ।
এলাকার মানুষজন এর উপস্থিতি চোখে পড়ার মতো মন্ত্রী দিলীপ মন্ডল তিনি আশ্বাস দেন কুলতলী থেকে কলকাতা পর্যন্ত পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্য নেবেন এখনো পর্যন্ত কুলতলিতে কোন সরকারি পরিবহন ব্যবস্থা না থাকায় এলাকার মানুষ বিপদে তারই সমাধানের আশ্বাস দেন তিনি ।