বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাবাসীর বিশেষ বার্তা কুলতলির আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: কুলতলী থানার পক্ষ থেকে আজ এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন আই সি, বিধায়ক, জনপ্রতিনিধি, বনদপ্তরের কর্মী সহ কয়েক হাজার এলাকাবাসী। এদের কে সঙ্গে নিয়ে কয়েক হাজার বৃক্ষ রোপন করলেন, কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের হাড়িভাসানিয়া এলাকায়। কয়েকদিন আগে কুলতলির গোপালগঞ্জ অঞ্চলের কয়েক টি এলাকায় ম্যানগ্রোভ কাটার অপরাধে কুলতলী থা নার তৎপরতায় তাদেরকে গ্রেফতার করে কোটে পাঠায়। সেই সমস্ত শূন্যস্থান এলাকা পূরণের লক্ষ্যে কুলতলী থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে বনদপ্তর ও এলাকার জনপ্রতিনিধিদের উদ্যোগে কয়েক হাজার ম্যানগ্রোভ রোপনসহ, নজর দারির ব্যবস্থা গ্রহণ করলেন।

    সাথে সাথে এলাকার জন প্রতিনিধিদেরকে বিশেষভাবে জানান দেওয়ার পর তারা ও এই কাজে ব্রতী হয়েছেন। এমনই উদ্যোগ গ্রহণ করা এলাকার মানুষজন বেজায় খুশি আগামী দিনে ম্যানগ্রোভ ধ্বংস না হয় তার অঙ্গীকার করলেন।