|
---|
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : ঢাকে কাঠি পড়তে আর বেশি সময় নেই, মেরে কেটে ১০০ দিন। মা আসছেন বর্ষার শেষে শরতের আগমনে মায়ের আবির্ভাব হবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। ইতিমধ্যে পেয়েছে হেরিটেজের তকমা। বিভিন্ন জায়গায় খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের সূচনা হচ্ছে। কারণ হাতে সময় কিন্তু আর বেশি নেই। শিলিগুড়িতেও রাজ্যের অন্যান্য জায়গার মতো ঘটা করে দুর্গোৎসব পালন হয়। পুজোর চারটে দেদার আনন্দ। শহরের অন্যতম বিগ বাজেটের পুজো গুলির মধ্যে উল্লেখযোগ্য জাতীয় তরুণ সংঘ ক্লাবের পুজো। প্রতিবছর ঘটা করে দুর্গোৎসবের আয়োজন করে থাকে সংশ্লিষ্ট ক্লাবটি। গত বছর মায়াপুর মন্দিরের আদলে তৈরি হয়েছিল পুজোর মন্ডপ। প্রচুর দর্শনার্থীরা এসেছিলেন অসাধারণ মণ্ডপ সজ্জা চাক্ষুষ অনুভব করতে। আজ জাতীয় তরুণ সংঘ ক্লাবে দুর্গাপুজোর খুঁটিপূজো অনুষ্ঠিত হলো। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এমআই সি শ্রীমতি শ্রাবণী দত্ত, সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।